Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আমতলী ধর্মোদয় বনবিহার
কিভাবে যাওয়া যায়

উপজেলা সদর ইউনিয়নের  ২নং ওয়ার্ডে অবস্থিত, বিহারে যেতে হলে সদর বাজার থেকে শুষ্ক মৌসুমে সাইকেলে ৫০ টাকা ভাড়া দিয়ে বা পায়ে হেঁটে এবং নৌ-পথে ২০০টাকা ভাড়া দিয়ে যাওয়া যায়। 

বিস্তারিত

ক্রমিক

নাম

বর্ণনা

আমতলী ধর্মোদয় বনবিহার

জুরাছড়ির বুকে অবস্থিত সুন্দর পাহাড় ঘেরা সবুজ বনানী আর চারদিকে পানির নৈসর্গিক দৃশ্যের সম্মিলিত রূপ এই বনবিহার। প্রকৃতি যে কত সুন্দরভাবে তার সৌন্দর্যকে ঢেলে সাজিয়েছেন তা এই বিহারকে না দেখলে অনুভব করা যাবে না। আমতলী ধর্মোদয় বনবিহারটি জুরাছড়ির সদরের ২নং ওয়ার্ডে আমতলী এলাকায় অবস্থিত। প্রথমদিকে এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৬০ সালে কাপ্তাই বাঁেধর কারনে বিহারটি বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়। তখন এর নামকরণ করা হয় আমতলী ধর্ম্মোদ্বয় বৌদ্ধ বিহার। এরপর ১৯৮৪ সালে শ্রদ্ধেয় বনভান্তে এর নামকরণ করেন আমতলী ধর্মোদয় বন বিহার। বিহারের মোট আয়তন প্রায় ৫ একর। জুরাছড়ি সদর হতে এর দূরত্ব প্রায় ২ কিলোমিটার। ২০০৮ সালে বনভান্তের শিষ্য শ্রীমৎ ধর্মজ্যোতি ভিক্ষুর আগমন ঘটলে বিহারটি ধাপে ধাপে অনেক উন্নত ও দর্শনীয় হয়ে উঠে। হ্রদের পাড়ে দ্বিতল বিশিষ্ট বড় বৌদ্ধ মন্দির, মন্দিরের সামনে ঝরনা, বিভিন্ন দর্শনীয় জিনিস বর্তমানে দেখা মিলে এই বিহারে। বিহারে প্রবেশের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করতে হয়।