Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা একটি উপজাতি অধ্যুষিত এলাকা ।  প্রতিটি উপজাতির খেলাধুলা ও সংস্কৃতি ভিন্ন প্রকৃতির। 

উপজাতীয়দের খেলার মধ্যে

১। ঘিলা খেলা,

২। বাঁশ খরম দৌড়,

৩। লাদেং খেলা,

৪। পানি খেলা, ইত্যাদি উল্লেখযোগ্য ।

 

তাছাড়া এই উপজেলায় ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, হা-ডু-ডু, ক্যারাম, দাবা, টেবিল টেনিস, লং টেনিস, হ্যান্ডবল, লুডু, ভলিবল ইত্যাদির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে । সকলে এই খেলা খেলে এবং জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে । এখানে খেলাধুলার জন্য জুরাছড়ি উপজেলায় একটি বড় খেলার মাঠ রয়েছে। এ খেলার মাঠে মাঝে মাঝে ফুটবল এবং ক্রিকেট খেলা হয়ে থাকে। এসব খেলায় দর্শক সমাগম প্রচুর হয়ে থোকে। জুরাছড়ি উপজেলা একটি অত্যন্ত দূর্গম উপজেলা। এখানকার খেলোয়াড়েরা পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে জেলা পর্যায়ে তেম একটা সাফল্য লাভ করতে পারে না।

এছাড়া এখানে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। যা এখানকার জনসাধারণকে অত্যন্ত আনন্দ দেয়।