Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুবলং শাখা বনবিহার
কিভাবে যাওয়া যায়

উপজেলা সদর ইউনিয়নের  ১ নং ওয়ার্ডে অবস্থিত, বিহারে যেতে হলে সদর বাজার থেকে মোটর সাইকেলে ৫০ টাকা ভাড়া দিয়ে বা পায়ে হেঁটে যাওয়া যায় ।

বিস্তারিত

ক্রমিক

নাম

বর্ণনা

সুবলং শাখা বনবিহার

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি জুরাছড়ি উপজেলা সদরের দক্ষিণ দিকে অবস্থিত সুবলং শাখা বনবিহার। এটি পরমপূজ্য আর্য মহাপুরুষ বনভান্তের অনুমোদনক্রমে ২০ নভেম্বর ১৯৯২ সনে ভূবনজয় মহাজনের নাতি-নাতনিদের প্রায় ১২ একর ভূমি দানের মাধ্যমে এবং মহান ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক ধল কুমার চাকমার অনন্য প্রচেষ্টায় প্রথম বন বিহার শাখা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এটি উপজেলার সর্ববৃহৎ বৌদ্ধ বিহার, যার আয়তন প্রায় ১৫ একর। এখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ১২৬ ফুট সিংহশয্যা বুদ্ধের প্রতিমূর্তি (নির্মাণাধীন), সাততলা বিশিষ্ট প্রতীকী স্বর্গঘর এবং বনভান্তের জাদুঘর ও লাইব্রেরি। উপজেলা সদর হতে এর দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটার।

 

সুবলং শাখা বনবিহার জুরাছড়িবাসীর এক বিশাল মিলন ক্ষেত্র। এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার মধ্যে বৈশাখী পূর্ণিমা,আষাঢ়ী পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চীবর দান ও বাংলা নববর্ষ উল্লেখযোগ্য। এখানে পূজ্য বনভান্তের অন্যতম শিষ্য বুদ্ধশ্রী মহাথেরো সহ বহু শিষ্য থাকেন। তাঁরা এখানে ধ্যান সমাধি, ধর্ম দর্শন চর্চা এবং প্রতি অমাবস্যা পুর্ণিমাতে গৃহীদের নৈতিক শিক্ষা দিয়ে থাকেন। এখানে কোন প্রাণি শিকার করা হয় না বলে ১৫ একর অধ্যুষিত বিহার এলাকা বন্য প্রাণিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর অন্য দিকে ভিক্ষু ও গৃহীদের সহাবস্থানের কারণে মানুষের মাঝে নৈতিক গুণাবলী বৃদ্ধি পেয়ে এলাকায় শান্তি বিরাজ করছে। বিহারে প্রবেশের ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করতে হয়।