Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রদংকাবা ঝরনা
কিভাবে যাওয়া যায়

এ স্থানে যেতে হলে প্রথমে উপজেলা সদর থেকে ইঞ্জিন চালিত নৌকায় (বর্ষা মৌসুমে) বনযোগীছড়া যেতে হবে। তারপর সেখান থেকে মোটর সাইকেল বা পায়ে হেঁটে যাওয়া যায়।

বিস্তারিত

ক্রমিক

নাম

বর্ণনা

রদংকাবা ঝরনা

প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত জুরাছড়ি উপজেলাটি যেন স্বয়ং সৃষ্টিকর্তারই আর্শিবাদপুষ্ট। এই উপজেলার এক মনোমুগ্ধকর অপূর্ব নিদর্শন রদংকাবা ঝরনা। এটি বনযোগীছড়া ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় অবস্থিত।  রদংকাবা ঝরনাটিতে প্রায় ২০-২৫ ফুট উপর থেকে পানি ঝরঝর ধারায় পড়ে। ঝরনার মূল ধারাটির পাশে আরও একটি ঝরনা আছে। এখানে যেতে হলে প্রথমে বনযোগীছড়া বাজার এবং এরপর মোটরসাইকেল যোগে চৌমুহনী বাজারে যেতে হবে। তারপর চৌমুহনী বাজার থেকে পায়ে হেঁটে ঝরনায় যেতে সময় লাগবে ৫০ মিনিট।